Logo
Logo
×

আন্তর্জাতিক

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের

ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মালিক ইলন মাস্ককে নিজের কাজে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন। গত মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নতুন এই দপ্তরটি সৃষ্টি করেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বার্তা সংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইলন মাস্ককে তার কাজে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভবত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে এ কথা উল্লেখ করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই। ’

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম