Logo
Logo
×

আন্তর্জাতিক

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৬

ছবি: সংগৃহীত

পেরুতে একটি শপিংমলের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন। 

এক প্রতিবেদনে রোববার (২৩ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থাটি জানায়, পেরুর উত্তরাঞ্চলে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে ছাদ ধসের ঘটনাটি ঘটেছে। 

আমেরিকা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখন পর্যন্ত আমাদের কাছে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার খবর দিলেও স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো পরে আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে বলে জানান। 

মোরিলো আরপিপি রেডিওকে বলেছেন, আমরা ৭৪ জন আহত ব্যক্তিকে হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়েছি, যাদের মধ্যে ১০টি শিশু।  আর গুরুতর আহত ১১ জন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিংমলের ফুড কোর্টে অনেক পরিবার অবস্থান করছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম