Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইয়েমেনি আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইয়েমেনি আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায়, ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে বিশ্লেষকদের মতে, এটি হুথি বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় ইঙ্গিত। 

মার্কিন প্রতিরক্ষা দফতর নিশ্চিত করেছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  

আল জাজিরা, ফক্স নিউজের বরাতে জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে।  

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমানটি ইয়েমেন উপকূলের কাছাকাছি লোহিত সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়, তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিমানটিকে আঘাত করতে ব্যর্থ হয়।  

পেন্টাগন কর্মকর্তারা আরও জানিয়েছেন, একই দিনে আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোনকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।  

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন যে, আনসারুল্লাহ বাহিনীর এ ধরনের হামলা সামরিক সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।  

ফক্স নিউজ জানিয়েছে, এই বৈঠকগুলোতে মতবিরোধ রয়েছে—কেউ কেউ প্রচলিত সন্ত্রাসবিরোধী পদ্ধতি অবলম্বনের পক্ষে, আবার কেউ আনসারুল্লাহ বাহিনীর ওপর অব্যাহত হামলার পক্ষে মত দিচ্ছেন।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় একটি সম্ভাব্য বিকল্প হিসেবে প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণের কথা ভাবা হচ্ছে, যার মাধ্যমে ইয়েমেনি আনসারুল্লাহ সরকারের অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম