Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের

দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে রোববার একটি চিঠি লিখেছেন সাবেক মুখ্যমন্ত্রী অতীশি। এতে তিনি বিজেপি সরকারের ওপর অভিযোগ করে বলেছেন, তারা নারীদের জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা স্কিমটি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেনি।

অতীশি তার চিঠিতে রেখা গুপ্তার কাছে সময় চেয়েছেন, যাতে রোববার তিনি আম আদমি পার্টির (এএপি) বিধায়ক দলের সঙ্গে এই স্কিমটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে পারেন। এই স্কিম অনুযায়ী দিল্লির নারীদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার কথা ছিল।

চিঠিতে অতীশি বলেছেন, ‘প্রথমত, আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতা এবং দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দিল্লির মা-বোনদের গত ৩১ জানুয়ারি একটি নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি সরকার গঠন হলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নারীদের জন্য ২,৫০০ টাকা প্রতি মাসে দেওয়ার স্কিমটি পাশ করা হবে। তিনি বলেছিলেন - এটি মোদীর গ্যারান্টি’।

তিনি আরও বলেন, ‘বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকার তাদের প্রথম ক্যাবিনেট মিটিং ২০ ফেব্রুয়ারি করেছে। কিন্তু স্কিমটি পাশ হয়নি। দিল্লির মা-বোনেরা মোদিজির গ্যারান্টিতে বিশ্বাস রেখেছিলেন, আর এখন তারা বোকা বনে গেছেন’।

অতীশি মুখ্যমন্ত্রী রেখাকে রোববার এএপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। যাতে তারা তাদের উদ্বেগগুলো তুলে ধরতে পারে এবং স্কিমটির বাস্তবায়ন নিশ্চিত করতে পারে।

দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির রামেশ বিধুরিকে হারিয়ে নির্বাচিত এই এএপি বিধায়ক শুক্রবার এক প্রেস কনফারেন্সেও ক্ষমতাসীন দলের সমালোচনা করেন। তখন তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নিশ্চিত করেছিলেন যে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে স্কিমটি পাশ করা হবে এবং ৮ মার্চের মধ্যে প্রতিটি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা পাঠানো হবে।

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অতীশি বলেন, ‘এটি কি শুধুই আরেকটি নির্বাচনী কৌশল ছিল?’

নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। যেখানে এএপি এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিশ্রুতি দিয়েছিল। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলে এএপি ক্ষমতাচ্যুত হলে, তারা নতুন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম