
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১০:৩১ এএম
ইরানের ইসলামি বিপ্লব হাউজিং ফাউন্ডেশন কার্যালয়ে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

আরও পড়ুন
ইরানের চাবাহার শহরে ইসলামিক বিপ্লব হাউজিং ফাউন্ডেশনের সদর দফতরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা মেহের।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একে একটি নাশকতামূলক হামলা বলে মনে করা হচ্ছে। তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি লক্ষ্যবস্তু ছিল না।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগেই কর্মচারীরা ভবনটি ছেড়ে চলে যান এবং এরপর সেখানে সাউন্ড বোমা বা অনুরূপ কোনো বিস্ফোরক বিস্ফোরিত হয়।
এ ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।