Logo
Logo
×

আন্তর্জাতিক

ডা. আফিয়া সিদ্দিকীর বিনিময়ের প্রস্তাব নাকচ শাহবাজ সরকারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম

ডা. আফিয়া সিদ্দিকীর বিনিময়ের প্রস্তাব নাকচ শাহবাজ সরকারের

পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডা. আফিয়া সিদ্দিকী। ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির সঙ্গে যুক্তরাষ্ট্রে কারাবন্দি পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডা. আফিয়া সিদ্দিকীর বিনিময় নাকচ করে দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) শুনানিতে এ রায় দিয়েছেন। খবর সামাটিভির। 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) মুনাওয়ার ইকবাল দুগ্গল আদালতকে জানিয়েছেন, বন্দি বিনিময়ের জন্য পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও চুক্তি নেই। 

তিনি জোর দিয়ে বলেন, শাকিল আফ্রিদি এবং আফিয়া সিদ্দিকী উভয়ই পাকিস্তানের নাগরিক ছিলেন এবং এ ধরনের বিনিময় আইনত বা কূটনৈতিকভাবে কার্যকর হবে না।

এএজি বলেছেন, মার্কিন আদালতে আফিয়া সিদ্দিকীর আইনি দল কর্তৃক দাখিল করা খসড়া আবেদনের কিছু দিক নিয়ে সরকারের আপত্তি রয়েছে। আদালত এএজিকে আগামী শুক্রবারের মধ্যে সরকারের কাছ থেকে নির্দেশনা নিতে এবং এই আপত্তিগুলোর উপর বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছে।

শাকিল আফ্রিদি বর্তমানে দোষী সাব্যস্ত এবং পেশোয়ার হাইকোর্টে তার আপিল বিচারাধীন। ড. ফৌজিয়া সিদ্দিকীর আইনজীবী ইমরান শফিক আদালতকে বলেন যে আফ্রিদির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে সহায়তা করার অভিযোগ রয়েছে, বিশেষ করে ওসামা বিন লাদেনকে হত্যার লক্ষ্যে পরিচালিত অভিযানের সঙ্গে সম্পর্কিত।

এএজি আদালতকে জানান, সরকার গত ১৯ ফেব্রুয়ারি এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডা. আফিয়া সিদ্দিকীর আবেদন প্রত্যাখ্যান করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর চিঠির কোনও জবাব দেননি। 

আফিয়া সিদ্দিকীর আমেরিকান আইনজীবী ক্লাইভ স্মিথ বন্দি বিনিময় প্রস্তাবের পরামর্শ দিয়েছিলেন। তবে, সরকারের এই ধারণা প্রত্যাখ্যান তার মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম