Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে নতুন মরদেহ পাঠাল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

ইসরাইলে নতুন মরদেহ পাঠাল হামাস

ফাইল ছবি।

ইসরাইলে হামাসের পাঠানো ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।  এরইমধ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরাইলি সেনাদের কাছে হস্তান্তর করে।  হামাস জানিয়েছে, মরদেহটি ইসরাইলি জিম্মি সিরি বিবাসের।

এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরাইলকে চার জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরাইল পরবর্তীতে জানায়, চার জিম্মির মধ্যে তিনজন তাদের নাগরিক। কিন্তু অপরজন গাজার অজ্ঞাত এক নারীর মরদেহ। যেটিকে হামাস সিরি বিবাস নামে এক জিম্মির মরদেহ উল্লেখ করে ইসরাইলকে দিয়েছিল। 

আর এই ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শঙ্কা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ বেধে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দখলদার ইসরাইলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরাইলি সেনাদের কাছে হস্তান্তর করে। হামাস জানিয়েছে, এই মরদেহটি ইসরাইলি জিম্মি সিরি বিবাসের।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, রেডক্রসের কাছ থেকে সেনারা একটি মরদেহ গ্রহণ করেছে। এটি তেলআবিবের আবু কারিম ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে মরদেহটি সত্যিই সিরি বিবাসের কি না।

হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মার্দাওয়াই সংবাদমাধ্যম আল-আকসা টিভিকে বলেছেন, তারা সিরি বিবাসের মরদেহ ফেরত পাঠিয়েছেন।

দখলদার ইসরাইলি বাহিনী যখন জানায় হামাস সিরি বিবাসের বদলে অন্য কোনো নারীর মরদেহ দিয়েছে; তখন একটি বিবৃতি দেয় ফিলিস্তিনি গোষ্ঠীটি।  তাদের দাবি, সিরি বিবাস ইসরাইলের বিমান হামলায় প্রাণ হারান। আর হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেটির আঘাতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাই তারা হয়ত ভুলে সিরির জায়গায় অন্য আরেকজনের মরদেহ পাঠিয়ে দিয়েছে। হামাস গাজার ‘অজ্ঞাত’ ওই নারীর মরদেহও ফেরত চায়।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম