Logo
Logo
×

আন্তর্জাতিক

লাশ নিয়ে রেড ক্রসের বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ডের’ অভিযোগ হামাসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ এএম

লাশ নিয়ে রেড ক্রসের বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ডের’ অভিযোগ হামাসের

গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বিরুদ্ধে মৃত ইসরাইলি ও ফিলিস্তিনিদের লাশ হস্তান্তর নিয়ে ‘দ্বৈত মানদণ্ড’ প্রয়োগের অভিযোগ তুলেছে হামাস।

শুক্রবার হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-তাওয়াবা সামাজিকমাধ্যম এক্সে এই অভিযোগ তুলেছেন। খবর আনাদোলুর।

তিনি বলেন, যেখানে রেড ক্রস ইসরাইলি জিম্মিদের মরদেহ গ্রহণের সময় সশ্রদ্ধ আনুষ্ঠানিকতা পালন করে, সেখানে ফিলিস্তিনি শহিদদের মরদেহ নীল ব্যাগে ভরে, ট্রাকের মধ্যে মানবিক মর্যাদার মূল বিষয়গুলো ছাড়াই দেওয়া হয়।

তিনি আরও বলেছেন, এই স্পষ্ট বৈষম্য দ্বৈত মানদণ্ড প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থতার চিত্র ফুটিয়ে তোলে।

এক বিবৃতিতে তিনি বলেন, “নেতানিয়াহু সরাসরি এবং নির্দয়ভাবে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। ফলে শিরি বিবাস ও তার সন্তানদের মৃত্যুর পূর্ণ দায় তার ওপরই বর্তায়।”

এ বিষয়ে রেড ক্রসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসে, আইসিআরসি ফিলিস্তিনিদের মৃতদেহ গাজায় হস্তান্তর করার ব্যাপারে কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছিল।

শুক্রবার হামাস গাজায় অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে চার ইসরাইলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে, যারা তাদের দাবি অনুযায়ী গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছিল। হামাস ইসরাইলি বন্দিদের পরিবারকে বার্তা দিয়েছে, আমরা চাইতাম আপনারা জীবিতভাবে তাদের ফিরে পান, কিন্তু আপনার দেশের সেনাবাহিনী এবং সরকার তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম