Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই অনিশ্চয়তায় পড়ে গেল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ। দেশটির  ন্যাটোতে যোগদান নিয়েও যখন বাড়ছে অনিশ্চয়তা। তখন খানিকটা সুখবরই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে তুরস্ক।

জেলেনস্কি বুধবার তুর্কি মিডিয়াকে বলেছেন, তুরস্ক ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের বিডকে সমর্থন করে এবং নিরাপত্তা গ্যারান্টির গুরুত্ব বোঝে।

এর আগে, কিয়েভ ও ইইউকে পাশ কাটিয়ে যখন মার্কিন কর্মকর্তারা রিয়াদে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন তখন মঙ্গলবার জেলেনস্কি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করেন।

জেলেনস্কি বলেন, এরদোগান ইউক্রেনের ন্যাটো সদস্যতার গুরুত্ব বোঝেন। সেই সঙ্গে জানান, তিনি ব্যক্তিগতভাবে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটো সদস্যপদে তার সমর্থন প্রকাশ করেছেন।

এদিকে ইউক্রেনের ন্যাটো উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঙ্কারার এ সমর্থন ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধ তৈরি করবে। কেননা, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে কিয়েভের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে এটিকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপকে দায়ী করা উচিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম