Logo
Logo
×

আন্তর্জাতিক

কিমের পরমাণু কার্যক্রমের লাগাম টানতে তৎপর আইএইএ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

কিমের পরমাণু কার্যক্রমের লাগাম টানতে তৎপর আইএইএ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আপত্তি সত্ত্বেও ক্রমাগত নিজেদের পরমাণু সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। নিয়মিতই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে কিম জং উনের সরকার। যা রুখতে এবার তৎপরতা চালাচ্ছে আইএইএ।

বৃহস্পতিবার আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পারমাণবিক নিরাপত্তার স্বার্থে উত্তর কোরিয়ায় সংস্থার বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, ‘আমি মনে করি উত্তর কোরিয়ায় আমাদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার জন্য আইএইএ-এর কিছু উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা উচিত।’

গ্রোসির মতে, এই ধরনের মিথস্ক্রিয়া ‘পারমাণবিক নিরাপত্তা’ উদ্বেগ তৈরি করতে পারে। একই সময়ে গ্রোসি এটিও স্বীকার করেছেন যে,  ‘এটি করার চেয়ে বলা সহজ’।

তিনি যোগ করেন, ‘শেষবার আমাদের সেখানে পরিদর্শন কার্যক্রম বা উপস্থিতি ছিল ২০০৯ সালে, যা অনেক আগে।’

আইএইএ প্রধানের মতে, উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসার ব্যাপারে জাপান, চীন এবং অন্যান্য দেশগুলি, বিশেষ করে যারা ‘পারমাণবিক অপসারণ ব্যবস্থাকে টিকিয়ে রাখে’ তারা এই বিষয়ে সহায়তা করতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম