Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে বেলুন বিস্ফোরণে উপ-প্রধানমন্ত্রী আহতের ঘটনায় এক ভারতীয় গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

নেপালে বেলুন বিস্ফোরণে উপ-প্রধানমন্ত্রী আহতের ঘটনায় এক ভারতীয় গ্রেফতার

নেপালে পর্যটনবিষয়ক একটি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় উপ-প্রধানমন্ত্রী বিশ্বনু পৌডেলের দগ্ধের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 

নেপাল পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কামলেশ কুমারকে বেলুনে হাইড্রোজেন গ্যাস ভর্তি করার জন্য দায়ী করা হয়েছে, যা 'ভিজিট পোখরা ইয়ার ২০২৫' অনুষ্ঠানের উদ্বোধনের সময় বিস্ফোরিত হয়।

পুলিশের তথ্যমতে, ১৫ ফেব্রুয়ারি উপ-প্রধানমন্ত্রী পৌডেল এবং পোখরা মেট্রোপলিটন সিটির মেয়র ধনরাজ আচার্য একটি ব্যানারসহ হাইড্রোজেন ভর্তি বেলুন উড়িয়ে দেন, এর পরেই সেগুলো বিস্ফোরিত হয়। বেলুনগুলো আকাশে উড়ানোর আগে তারা একটি বৈদ্যুতিক সুইচ দিয়ে মোমবাতি জ্বালিয়েছিলেন, যা খুব কাছাকাছি ছিল। মোমবাতিগুলোর শিখা বেলুনগুলোতে এসে পড়লেই তা আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়। পৌডেল এবং আচার্য উভয়েই আহত হন এবং পৌডেলকে চিকিৎসার জন্য বিমানে করে কাঠমান্ডুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেপালের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বাসন্ত শর্মা জানিয়েছেন, কাস্কি জেলা আদালতে ৪১ বছর বয়সি ভারতীয় নাগরিক কুমারের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনুষ্ঠানের সময় ধারণ করা ভিডিও শেয়ার করেছেন, সেখানে বিস্ফোরণের ভিডিওটি দেখা যায়। এ ঘটনায় আহত হয়েছেন তারা যারা অনুষ্ঠান বেলুন ওড়ানো খুব কাছে ছিলেন।

বিস্ফোরণটি ঘটে যখন একটি স্বয়ংক্রিয় সুইচ থেকে শিখা বের হয়ে হাইড্রোজেন ভরা বেলুনগুলোর সঙ্গে সেঁটে যায়, এ তথ্য জানিয়েছে কাটমাণ্ডু পোস্ট।

নেপালের অর্থমন্ত্রী পৌডেল এবং মেয়র আচার্য উভয়েই হাতে ও মুখে আঘাত পেয়েছেন। পৌডেল সোমবার কীর্তিপুর বার্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিজের বাড়ি ফিরেছেন এবং মেয়র আচার্যকে আরও কয়েকদিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে হবে বলে হাসপাতাল সূত্র জানা গেছে।

এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম