Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমামতিকে পেশা হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম

ইমামতিকে পেশা হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স

ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসাবে গণ্য করা হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এই ঘোষণা দিয়েছেন। 

রেতাইয়ো বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল। 

ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে এই ঘোষণাটি দেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এফওআরআইএফ হলো ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম