Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের দিনেই ৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম

হামাসের স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের দিনেই ৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মঙ্গলবার একটি স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে।এর জবাব মুখে না দিলেও চলমান যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামলা চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল।

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় ওই তিন ফিলিস্তিনি নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে সমস্ত ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের একসঙ্গে বিনিময়ের প্রস্তাব দেয় হামাস।যার উদ্দেশ্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা।

হামাসের এই প্রস্তাবের জবাবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিছুই না জানালেও গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বর্বর ইসরআইলি বাহিনী।এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত ও ১১ জন আহত হয়েছেন।এছাড়া ইসরাইলি আগ্রাসনে আহত আরও একজনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

এ নিয়ে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসনে সর্বমোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮,২৯৭ জনে এবং আহতের সংখ্যা ১,১১,৭৩৩ জন।সূত্র: আল-জাজিরা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম