Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের ধ্বংসযজ্ঞ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের ধ্বংসযজ্ঞ

গাজায় যুদ্ধবিরতির মাঝেই বর্বর ইসরাইলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে রীতিমত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গত কয়েকদিন ধরে চালানো সামরিক অভিযানে সেখানকার ৫০টি বাড়িঘর ও ২৮০টি দোকান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। 

ফিলিস্তিনি কর্মকর্তারা বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

তুলকারেমের ডেপুটি গভর্নর ফয়সাল সালামা তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, ‘তুলকারেম শিবিরের ভৌগোলিক গঠন পরিবর্তন করতেই এই গণধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে’।

তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত দখলদারিত্বের অংশ। সেখানে নতুন সড়ক তৈরির নামে ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করা হচ্ছে’।

সালামা ইসরাইলি সামরিক অভিযানকে ‘একটি গণহত্যা ও অবৈধ দখল পরিকল্পনা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি এমন এক ধ্বংসযজ্ঞ, যা নারী, শিশু, বৃদ্ধসহ সবাইকে লক্ষ্যবস্তু করেছে’।

নিরব আন্তর্জাতিক সম্প্রদায়, ভয়াবহ মানবিক সংকট

ফয়সাল সালামা এ সময় অভিযোগ করে বলেন, ‘আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার মধ্যেই’ এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

তিনি জানান, দখলদার ইসরাইলি বাহিনীর অভিযানের পর বর্তমানে তুলকারেম শরণার্থী শিবিরে মাত্র ৫০টি ফিলিস্তিনি পরিবার অবশিষ্ট রয়ে গেছে। তবে সেখানে পানি ও বিদ্যুতের তীব্র সংকট চলছে।

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের ভয়াবহতা

স্থানীয় মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনারা মঙ্গলবার ১৬টি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। যা গত এক মাসের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের ঘটনা।

গত ২১ জানুয়ারি থেকে চলমান এই বর্বর অভিযানে ৫৫ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে বর্বর ইসরাইলি বাহিনী ও দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৯১৭ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৮,২৯১ জনে। এছাড়া ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ এবং এক লাখ ১২ হাজার জন আহত হয়।

এমন পরিস্থিতিতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চলছে।

তবে গাজা যুদ্ধবিরতির মাঝেই দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের এই সামরিক অভিযানের ফলে তুলকারেম ও গোটা পশ্চিম তীরে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। যা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। 

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম