Logo
Logo
×

আন্তর্জাতিক

মেক্সিকোয় সিআইএ’র গোপন ড্রোন অভিযান, হামলার আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম

মেক্সিকোয় সিআইএ’র গোপন ড্রোন অভিযান, হামলার আশঙ্কা

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) মেক্সিকোর আকাশে গোপন ড্রোন অভিযান পরিচালনা করছে। যা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। 

সিনএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমকিউ-৯ রিপার ড্রোনের মাধ্যমে মাদক চক্র এবং তাদের আস্তানাগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। যা ভবিষ্যতে বিমান হামলার প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

সামরিক অভিযানের ইঙ্গিত

এমকিউ-৯ রিপার ড্রোনগুলো সশস্ত্র হামলার জন্যও ব্যবহার করা হতে পারে। কেননা, এগুলো আগে থেকেই সোমালিয়া, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মেক্সিকোর মাদক চক্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই সময়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।

মেক্সিকোর প্রতিক্রিয়া

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এবং অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, এই গোয়েন্দা ড্রোনগুলো মেক্সিকোর আকাশসীমায় প্রবেশ করেনি। বরং আন্তর্জাতিক বা মার্কিন আকাশসীমায় পরিচালিত হয়েছে।

এ বিষয়ে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা বলেন, ‘আমি এসব গোয়েন্দা মিশনের ব্যাপারে জানি না। তবে এটি যদি ঘটে থাকে তাহলে এটি স্পষ্টতই এক ধরনের গুপ্তচরবৃত্তি। তবে নিশ্চিত করে বলতে পারি, এগুলো আমাদের আকাশসীমায় প্রবেশ করেনি’।

মাদকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা

মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রাম্পের গত ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের পর একটি তালিকা তৈরি করেছে। যেখানে মেক্সিকোর বেশ কয়েকটি মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সুপারিশ করা হয়েছে।

মার্কিন কংগ্রেসে পাঠানো এ তালিকায় এমএস-১৩, ট্রেন দে অ্যারাগুয়া-র পাশাপাশি সিনালোয়া, জলিস্কো, জেটাস, গালফ কার্টেল, কার্টেল ইউনিডোস এবং লা নুয়েভা ফ্যামিলিয়া মিচোয়াকানা (এলএনএফএম)-এর মতো মেক্সিকান মাদক চক্রগুলোর নাম রয়েছে।

এদিকে সিআইএ-র এই ড্রোন অভিযান ও ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হামলা মেক্সিকো-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর কীরূপ প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম