Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা করেছেন, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ‘ট্রু প্রমিজ ৩’ নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান।  

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির উপপ্রধান জেনারেল ফাদাভি বলেছেন, ‘ট্রু প্রমিজ ৩ উপযুক্ত সময়ে বাস্তবায়ন করা হবে’।  

ইরানের সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে, তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরাইল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছিল।  

এর প্রতিক্রিয়ায় ইসরাইলও ইরানের ওপর দুটি পাল্টা হামলা চালায়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরাইল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশসীমায় ইসরাইলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে।  

ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এখন দেখার বিষয়, ইরান কবে এবং কীভাবে তার ঘোষিত তৃতীয় দফা হামলা বাস্তবায়ন করে।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।

এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম