Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া-যুক্তরাষ্ট্র

চার ঘণ্টার বৈঠকে যে আলোচনা হলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

চার ঘণ্টার বৈঠকে যে আলোচনা হলো

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘণ্টা বৈঠক করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসির।

এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না। 

বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় দল নিশ্চুপ বসে ছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তখন রুবিও কোনো উত্তর দেননি। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার স্বার্থে দল গঠন করতে সম্মত হয়েছেন তারা। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও মস্কো দূতাবাসের কর্মী পুনর্বহালেও সম্মত হয়েছে।

এদিকে এ বৈঠকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে রাশিয়া। 

এদিকে আরটির প্রতিবেদন বলছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা। 


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম