
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৪ পিএম
প্রোটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করলেন মোদি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

আরও পড়ুন
দুইদিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সোমবার তাকে বরণ করতে দিল্লি বিমানবন্দরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।
সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না ভারতের প্রধানমন্ত্রীকে। তবে তিনি রীতি ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।
মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে লিখেছেন, ‘বিমানবন্দরে আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে গিয়েছিলাম। ভারতে তার সফর সফল হোক এমনটাই প্রত্যাশা করছি।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কাতারের বহুমুখি সম্পর্ক আছে। কাতারের আমিরের এই সফরের ফলে সেই সম্পর্ক আরও গতি পাবে। সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কাতারের আমিরের সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার ভারত এবং কাতার আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তির উপর জোর দিয়ে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় করেছে।
দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের চুক্তিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে রাজধানীর হায়দরাবাদ হাউসে এসব চুক্তি হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কাতারের আমির শেখ বিন হামাদ আল-থানি আজ হায়দরাবাদ হাউসে ব্যাপক আলোচনা করেছেন। উভয় নেতা বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং জন-জন-সংযোগের উপর জোর দিয়ে ভারত-কাতার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলি নিয়েও মতবিনিময় করেছেন।