Logo
Logo
×

আন্তর্জাতিক

এরদোগানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

এরদোগানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে দেশটি সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তার আঙ্করা সফরের কথা রয়েছে। 

এরদোগানের প্রধান প্রেস সহকারী ফাহরেত্তিন আলতুন এক্স পোস্টে লিখেছেন, ‘দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। ’

ডেইলি সাবাহ বলছে, জেলেনস্কি আবুধাবি থেকে আসছেন। সেখানে তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। দুটি বন্দিবিনিময় এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছেন, যা দুই বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সাহায্য করেছিল। 

কিয়েভ এবং মস্কো উভয়ের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আঙ্কারা বারবার ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি আগামীতে তুরস্ক এবং সৌদি আরব সফরের পরিকল্পনাও করেছেন।

কিন্তু শুক্রবার তিনি স্পষ্ট করে বলেন যে রিয়াদে রাশিয়ান বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার কোনও পরিকল্পনা নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম