Logo
Logo
×

আন্তর্জাতিক

বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার নিচে বাস, নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার নিচে বাস, নিহত ৩১

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়। এতে কমপক্ষে ৩১ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন। 

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, বাসের গতি দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম