Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথম সন্তানের মা হলেন জর্ডানের রাজকুমারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

প্রথম সন্তানের মা হলেন জর্ডানের রাজকুমারী

জর্ডানের রাজকুমারী ইমান বিনতে আবদুল্লাহ ও তার স্বামী জামিল আলেকজান্ডারের ঘর আলোকিত করে এক কন্যা সন্তানের আগমন ঘটেছে। তার নাম রাখা হয়েছে প্রিন্সেস আমিনা।

রাজকুমারির মা রানি রানিয়া রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন। 

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, আমার প্রিয়তমা ইমান এখন মা হয়েছে। আমাদের পরিবারের নতুন আশীর্বাদ আমিনার সঙ্গে দেখা করতে পেরে আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত। অভিনন্দন জামিল এবং ইমান, ঈশ্বর আপনাকে এবং আপনার আদরের ছোট্ট মেয়েটির মঙ্গল করুন। 

এটি হবে রানি রানিয়া ও বাদশাহ আবদুল্লাহর দ্বিতীয় নাতি। তাদের প্রথম নাতি গত বছর আগস্টে জন্মগ্রহণ করেন। তিনি ক্রাউন প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহ এবং প্রিন্সেস রাজওয়া আল-হুসেনের কন্যা। খালার সম্মানে তার নাম রাখা হয় ইমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম