Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় অংশ নেবে না ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় অংশ নেবে না ইউক্রেন

চলমান ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যাশিত আলোচনার জন্য ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ উপদেষ্টাকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন।

সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে দুপক্ষের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এ আলোচনায় ইউক্রেন অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি জানান, ইউক্রেন এ সপ্তাহে (মঙ্গলবার) সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) শেষ করার আলোচনায় অংশ নেবে না।

সংযুক্ত আরব আমিরাত সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার এক ভিডিও ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘ইউক্রেন এতে অংশ নেবে না। কারণ, ইউক্রেন এ বিষয়ে কিছুই জানত না’।

জেলেনস্কি এ সময় দাবি করে বলেন, ‘ইউক্রেন ছাড়া ইউক্রে

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম