Logo
Logo
×

আন্তর্জাতিক

নাবলুসে ইসরাইলের নতুন অভিযান, উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

নাবলুসে ইসরাইলের নতুন অভিযান, উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে

দখলদার ইসরাইলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, ইসরাইলি বাহিনী নাবলুসের পুরাতন শহর এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে।

সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি বাহিনী ওই এলাকায় একটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করার পর সেখান থেকে চলে যায়।

এই অভিযানের কয়েক ঘণ্টা আগেও (রোববার) নাবলুসের পুরাতন শহরে সামরিক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে ১৪ জন ফিলিস্তিনি আহত হয়, যাদের মধ্যে চারজন শিশু ছিল।

পশ্চিম তীরের উত্তরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অভিযান চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী এই অঞ্চলে গত ২১ জানুয়ারি থেকেই সামরিক অভিযান শুরু করে। যাতে এ পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বেআইনিভাবে বসতি স্থাপনকারী ইসরাইলিরা নাবলুসের দক্ষিণে দোমা ও জুরিশ শহরে ফিলিস্তিনিদের বাড়ি ও যানবাহনে পাথর নিক্ষেপ করেছে। যা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর সর্বশেষ হামলার ঘটনা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলকৃত পশ্চিম তীরে উত্তেজনা চরমে পৌঁছেছে। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী ও বেআইনিভাবে বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলায় এ পর্যন্ত অন্তত ৯১৫ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছে। 

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম