Logo
Logo
×

আন্তর্জাতিক

পরিবারের ‘গোপন তথ্য’ ফাঁস করার ইঙ্গিত আসাদের স্ত্রীর?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

পরিবারের ‘গোপন তথ্য’ ফাঁস করার ইঙ্গিত আসাদের স্ত্রীর?

বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আসাদ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। যার ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিনের গোপন পারিবারিক গোপন তথ্য শিগগিরই প্রকাশ পেতে পারে।  খবর মেহর নিউজ এজেন্সির। 

এর আগে শাফাক নিউজ জানিয়েছিল, তাদের ছেলে হাফেজ বাশার আল-আসাদ সম্প্রতি এক্সে ঘোষণা দেন, আসন্ন পডকাস্ট পর্বে সিরিয়া ছেড়ে যাওয়ার পর তাদের অতীত সম্পর্কে ‘অকথিত সত্য এবং গোপনীয়তা’ প্রকাশ করা হবে। 

হাফেজ তার পোস্টে বলেছেন, ‘সময় সবকিছু প্রকাশ করবে।  শিগগিরই ঘটে যাওয়া সবকিছু ব্যাখ্যা করে এমন ভিডিও আসবে, যা তথ্য স্পষ্ট করবে। কেউ কেউ মনে করতে পারে যে অনুপস্থিতির অর্থই পালিয়ে যাওয়া, কিন্তু বিশৃঙ্খলার সময়ে এটি প্রয়োজনীয় নয়। কেউ কেউ অনুপস্থিতিতে চিৎকার করে, কিন্তু সত্য থাকার জন্য শব্দের প্রয়োজন হয় না। আমরা এখানে আছি, এবং সময় সবকিছু প্রকাশ করবে। ’

তার এই ঘোষণার পরই আসমা আল-আসাদ এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, কিছু সময় নীরবতার পর, নতুন করে শুরু করার সময় এসেছে। আশা এবং পরিবর্তন অবিচল; আসুন একসঙ্গে শুরু করি। ‘

তিনি বলেন, ‘সিরিয়া, তার সব সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসসহ আমাদের হৃদয়ে রয়ে গেছে। আমরা এর জনগণের নিরাপত্তা এবং সমৃদ্ধি কামনা করি এবং এই প্রিয় ভূমির প্রতিটি কোণে সুখী দিন ফিরে আসার আশা করি। ’

সাবেক এই ফার্স্ট লেডি আরও লেখেন, ‘মাতৃভূমি একটি অটুট শক্তি, এবং এর সন্তানরা হল অমর আশা। চ্যালেঞ্জ যাই হোক না কেন, তাদের দৃঢ় সংকল্প সকল অসুবিধার চেয়েও শক্তিশালী।  একসঙ্গে আমরা দৃঢ় সংকল্প এবং আশা নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হই। প্রতিটি ব্যক্তির নিজস্ব পথ থাকে এবং কিছু পথ কখনও আমার পছন্দ ছিল না।  জীবনের কিছু পর্যায় অমোচনীয়, তাদের সমস্ত বিবরণসহ স্মৃতিতে খোদায় করা থাকে। সেগুলো ভাগ করে নেওয়ার সময় কি এসেছে?’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে পালায় বাশার আল-আসাদ ও তার পরিবার। বর্তমানে তারা রাশিয়ায় আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম