Logo
Logo
×

আন্তর্জাতিক

ইলন মাস্কের বিরুদ্ধে নতুন অভিযোগ সন্তানের মা দাবি করা নারীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

ইলন মাস্কের বিরুদ্ধে নতুন অভিযোগ সন্তানের মা দাবি করা নারীর

ইলন মাস্ক ও অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ছবি: সংগৃহীত

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা হিসেবে দাবি করেছেন মার্কিন লেখিকা ও ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় তার এই দাবি নিয়ে চলছে সমালোচনার ঝড়।  এরইমধ্যে তিনি টুইটারে এক পোস্টে ইলন মাস্ককে উদ্দেশে করে লিখেছেন, ‘ইলন, আমরা গত বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আপনি কোনও সাড়া দেননি। ’ তবে তিনি   কিছুক্ষণ পরে পোস্টটি মুছে ফেলেন। 

এক পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে তার সুনাম নষ্ট করার জন্য ইলন মাস্কের সমালোচনা করে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে অ্যাশলে লেখেন, ‘১৫ বছর বয়সে অন্তর্বাস পরা আমার ছবি পোস্ট করে এক ব্যক্তি জনসমক্ষে যখন আমার নিন্দা করে, আপনি তার জবাব দেওয়ার পরিবর্তে কখন আমাদের সাড়া দেবেন?’

যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে। 

এর আগে মিলো নামের এক এক্স ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেন ইলন মাস্ক।  পোস্টটিতে মিলো লেখেন, ‘অ্যাশলে সেন্ট ক্লেয়ার ইলন মাস্ককে ফাঁদে ফেলার জন্য ৫ বছর ধরে ষড়যন্ত্র করেছিলেন। ’ মিলোর এই পোস্টটি শেয়ার ইলন মাস্ক লিখেছেন ‘হোয়া’।  সাধারণত আশ্চর্য ও মজাদার কোনও অনুভূতি প্রকাশে তিনি এ ধরনের শব্দ ব্যবহার করা হয়। 

মাস্কের এই পোস্টেরই সমালোচনা করে এমন পোস্ট দিয়েছিলেন অ্যাশলে।  কিন্তু পরে তিনি এটি মুছে ফেলেন।  তবে এর বেশ কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তবে পুরো ঘটনা যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের ১৩তম সন্তানের মা। এর আগে ইলন চারটি বিয়ে করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম