Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে শনিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

স্থানীয় কর্মকর্তাদের মতে, আকারে ছোট ওই ব্যক্তিগত বিমানটি সাও পাওলো শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের কোয়াড্রা পৌরসভার একটি বনভূমিতে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সাও পাওলোতে একটি ছোট বিমান একটি রাস্তায় বিধ্বস্ত হয়, যা একটি বেসরকারি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় পাইলট ও বিমান মালিক নিহত হন।

গত বছরের আগস্টেও সাও পাওলোর নিকটবর্তী ভিনহেদো শহরে আরেকটি বিমান দুর্ঘটনায় ৭২ জন যাত্রী নিহত হয়েছিলেন।

ব্রাজিলের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ১৯টি বিমান দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে পাঁচটি ছিল মারাত্মক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম