Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা নিয়ে মতবিরোধের মধ্যে সৌদি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

গাজা নিয়ে মতবিরোধের মধ্যে সৌদি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একটি টেলিফোন আলাপ করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।  

প্রিন্স খালিদ পিট হেগসেথকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।  

তাদের আলোচনায় সৌদি-মার্কিন সম্পর্ক, প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের জন্য এ সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।  এছাড়া, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টাও আলোচনায় স্থান পায়।  

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এর বাসিন্দাদের মিশর বা জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা করেছেন, যা উভয় দেশ প্রত্যাখ্যান করেছে।  

সৌদি আরব ট্রাম্পের এই পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং গাজা সংকটের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। সৌদি কর্মকর্তারা মনে করেন, গাজার ভবিষ্যৎ ফিলিস্তিনিদের স্বার্থ বিবেচনা করেই নির্ধারিত হওয়া উচিত।

সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে আসছে। সৌদি কর্মকর্তারা মনে করেন, ফিলিস্তিনিদের অধিকার খর্ব করে নেওয়া যেকোনো সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে তারা ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি প্রকাশ্যে দেয়নি। বরং, তারা এই ইস্যুতে আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম