জিম্মিদের ‘দ্রুত’ ফেরানো নিয়ে বিরোধীদের চাপে নেতানিয়াহুর সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ছবি: সংগৃহীত
গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ‘যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি এ আহ্বান জানান।
এক্স পোস্টে ইয়ার লাপিদ লিখেছেন, ‘ইয়াইর, সাগুই এবং সাশা তাদের বাড়ি ফেরার পথে। যারা ফিরে আসছেন তারা যেন আমাদের দেহে নিঃশ্বাস ও আত্মা ফিরিয়ে দিচ্ছে। ’
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই ঘোষিত তিন ইসরাইলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্বের ষষ্ঠ দফার অধীনে এবার মুক্তি পেয়েছেন তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্ন।
প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে জিম্মিদের দেখানো হয়। সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেওয়া হয়।
তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেল-চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার চার মাস পর মেয়ের বাবা হন তিনি।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরাইলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে। যা মূলত ইসরাইলি সেনাবাহিনীর।
এছাড়া খান ইউনিসে জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হয় এবং ৭ অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করছিল।
তিন জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরাইলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি মুক্তির কথা রয়েছে।