Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা নিয়ে মধ্যপ্রাচ্যে ‘ভুল হিসাব’ করছে ট্রাম্প প্রশাসন: এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

গাজা নিয়ে মধ্যপ্রাচ্যে ‘ভুল হিসাব’ করছে ট্রাম্প প্রশাসন: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ‘ভুল হিসাব’ করছে। তিনি আরও বলেন, ‘ইহুদিবাদী মিথ্যা’ মেনে চললে কেবল সংঘাত আরও তীব্র হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

তুরস্ক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যা গাজা উপত্যকা থেকে ২০ লক্ষাধিক ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়া এবং এটি যুক্তরাষ্ট্রের অধীনে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসাবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব দেয়। 

তুরস্ক ইসরাইলের গাজা অভিযানে ‘জাতিগত নিধন’ শব্দটি ব্যবহার এবং ইসরাইল সরকার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছে।

এরদোগান বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চলের সম্পর্কে ভুল হিসাব করছে। এই অঞ্চলের ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত নয়’। 

তিনি সাংবাদিকদের সঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সফর শেষে বিমানযাত্রায় এই মন্তব্য করেন।

এছাড়াও, এরদোগান বলেন, তিনি আশা করেছিলেন ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শান্তির জন্য পদক্ষেপ নেবেন, তবে নতুন সংঘাত সৃষ্টি করবেন না।  তিনি গাজায় প্রকৃত যুদ্ধবিরতি সংকেত দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন। 

গাজার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠিয়ে উপত্যকাটিকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিতর্কিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের এ পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।  এ নিয়ে মিশরের উদ্যোগে একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এরদোগান বলেন, মুসলিম বিশ্বের মধ্যে এখনও একত্রিত পদক্ষেপ নেওয়া হয়নি এই ইস্যুতে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম