Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন। তারা সবাই মহাকুম্ভ মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। 

প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন।  তাদের গাড়িটির মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ত্রাণ সরবাহের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে সংঘর্ষে মহাকুম্ভ ভ্রমণকারী সাতজন মারা যান এবং আরও দুজন আহত হন।

এবারের মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে ছিল গত ২৯ জানুয়ারি পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা। পুলিশ কর্মকর্তা বৈভব কৃষ্ণ সাংবাদিকদের জানান, ২৫ টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, মহাকুম্ভ মেলা গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম