Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে ১১ খনি শ্রমিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

পাকিস্তানে বিস্ফোরণে ১১ খনি শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের শাহরাগ এলাকায় একটি ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

হারনাইয়ের জেলা প্রশাসক হযরত ওয়ালী কাকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রাথমিকভাবে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে মারাত্মক বিস্ফোরণে নয়জন শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা যায়।পরে আহতের মধ্যে আরও দুজন মারা যান। হারনাইয়ের জেলা প্রশাসক হযরত ওয়ালী কাকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রাখা ছিল।

নিরাপত্তা কর্মকর্তারা মৃতদেহ ও আহতদের হাসপাতালে স্থানান্তরের পর এলাকাটি ঘেরাও করে রাখেন। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কোয়েটায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘কয়লাখনির ঘাঁটি’ শাহরাগ এলাকায় সম্প্রতি একাধিক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আগের তুলনায় বেশি।

খনি অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ খনি শ্রমিক সোয়াত ও শাংলার বাসিন্দা।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম