ট্রাম্প-পুতিন ফোনালাপ, আনন্দিত চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: আনাদোলু এজেন্সি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের প্রশংসা করে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছে চীন। খবর আনাদোলু এজেন্সির।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ ও সংলাপ করতে দেখে আমরা বেশ আনন্দিত হয়েছি।
বুধবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পুতিনের সঙ্গে তার ‘দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তারা প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ‘অবিলম্বে আলোচনা শুরু করতে’ সম্মত হয়েছেন।
তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।
পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেন শান্তি আলোচনার জন্য তিনি ও পুতিন শিগগিরই সৌদি আরবে বৈঠক করতে পারেন।
চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো বলেন, চীন সবসময়ই বিশ্বাস করে যে সংলাপ ও সমঝোতাই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায়। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে চীন।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া ফেরত পেতে ইউক্রেনের দাবি অবাস্তব।