Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্রান্সের বারে গ্রেনেড বিস্ফোরণ, আহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

ফ্রান্সের বারে গ্রেনেড বিস্ফোরণ, আহত ১২

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রেনোবলের একটি বারে গ্রেনেড বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বুধবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্স২৪। 

প্রতিবেদনে বলা হয়, রাইফেল বহনকারী এক ব্যক্তি বারে প্রবেশ করে কোনো কথা না বলেই একটি গ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে যায়।

গ্রেনোবলের প্রসিকিউটর ফ্রাঁসোয়া তুরে-দে-কুরসি জানান, এ ঘটনার পেছনে কোনো সন্ত্রাসমূলক উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করছি না। তবে এটি একটি চরম সহিংসতামূলক কাজ, যা ব্যক্তিগত শত্রুতা বা অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

গ্রেনোবলের মেয়র এরিক পিওলও হামলাটিকে ‘চরম সহিংস অপরাধ’ বলে অভিহিত করেছেন।

গ্রেনোবলের পুলিশ মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছেছে এবং তদন্ত চলছে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত ব্যক্তি একটি কালাশনিকভ (রাশিয়ান অটোম্যাটিক) রাইফেলও বহন করছিল।

এদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ইয়ানিক নিউদার বৃহস্পতিবার আহতদের দেখতে গ্রেনোবল ইউনিভার্সিটি হাসপাতালে হাজির হয়েছেন। 

অন্যদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো শুক্রবার শহরটিতে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য নির্ধারিত সফরে আসবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম