Logo
Logo
×

আন্তর্জাতিক

কেনেডি হত্যাকাণ্ডের হাজার হাজার নথি খুঁজে পেয়েছে এফবিআই

Icon

নিউ ইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

কেনেডি হত্যাকাণ্ডের হাজার হাজার নথি খুঁজে পেয়েছে এফবিআই

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ১৯৬৩ সালের হত্যাকাণ্ড সম্পর্কিত নতুন ২,৪০০টি নথি খুঁজে পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের অনুসরণে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। ট্রাম্প কেনেডির মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নথিগুলো প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এফবিআই নথিগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জাতীয় আর্কাইভে ইতোমধ্যেই কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত ৫০ লাখের বেশি পৃষ্ঠার নথি সংরক্ষিত রয়েছে। যার অনেকাংশই জনসাধারণের জন্য উন্মুক্ত।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলো প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিদ্যমান রেকর্ডগুলোর একটি উন্নত সূচি তৈরি করা হয়েছে। যা নতুন নথি আবিষ্কারে সহায়তা করেছে। ২০২০ সালে এফবিআই সেন্ট্রাল রেকর্ডস কমপ্লেক্স চালু করেন, সেখানে দেশজুড়ে বিভিন্ন ফিল্ড অফিস থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ, পরিবহন ও তালিকাভুক্ত করার প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পন্ন করা হয়।

লী হার্ভে অসওয়াল্ডকে কেনেডিকে হত্যা করার ঘটনায় একমাত্র হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এ ঘটনার পর থেকে বহু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে ২৪ বছর বয়সী অসওয়াল্ড মেক্সিকো সিটিতে সোভিয়েত ও কিউবান দূতাবাস পরিদর্শন করেছিলেন।

সিআইএ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে কোনো বিদেশি সম্পৃক্ততা ছিল না। যদিও অনেকে গোয়েন্দা সংস্থার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক বিশেষজ্ঞের মন্তব্য, ‘আমি মনে করি, এই পর্যায়ে এটি কোনো যুক্তিযুক্ত সন্দেহের ঊর্ধ্বে।’

রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন যে তার চাচা যুক্তরাষ্ট্রের বাহিনীকে ভিয়েতনামে পাঠাতে অস্বীকার করায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ২০২৩ সালে নিউ ইয়র্ক সিটির রেডিও স্টেশন ডাব্লিউএবিসি ৭৭০ -তে জন ক্যাটসিমাটিডিসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেনেডি বলেন, যখন আমার চাচা প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি একটি সামরিক-শিল্প কমপ্লেক্স এবং গোয়েন্দা সংস্থার দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তারা তাকে লাওস, ভিয়েতনামসহ বিভিন্ন স্থানে যুদ্ধে জড়ানোর জন্য চাপ দিচ্ছিল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কেনেডি হত্যার সরকারি নথি প্রকাশের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

তিনি বলেন, আমি মনে করি এটি একটি চমৎকার পদক্ষেপ, কারণ আমাদের সরকারের আরও স্বচ্ছ হওয়া দরকার এবং তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করছেন যাতে সরকার আমেরিকান জনগণকে সবকিছুর সত্যতা জানাতে পারে। জানুয়ারির শেষ দিকে সাংবাদিকদের বলেন তিনি ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা সচিবের পদে মনোনীত হয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম