Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার পরও ১০ মিলিয়ন ডলার দিতে হচ্ছে ইলন মাস্ককে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার পরও ১০ মিলিয়ন ডলার দিতে হচ্ছে ইলন মাস্ককে

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলায় ১০ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে, এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।  

এতে এক্স হয়ে উঠলো দ্বিতীয় সামাজিক যোগাযোগমাধ্যম যারা ট্রাম্পের সঙ্গে তার অ্যাকাউন্ট স্থগিতের বিষয়ে সমঝোতা করলো। এর আগে, মেটা প্ল্যাটফর্মস গত মাসে ২৫ মিলিয়ন ডলারে ট্রাম্পের সঙ্গে আইনি সমঝোতায় পৌঁছায়।  

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার পর ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো টুইটার (বর্তমানে এক্স), ফেসবুক ও ইউটিউব থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর জুলাই ২০২১ সালে ট্রাম্প এক্স, মেটা (ফেসবুক) ও গুগলের (অ্যালফাবেট) বিরুদ্ধে মামলা করেন।  

তার অভিযোগ ছিল, এসব প্রতিষ্ঠান রক্ষণশীল মতাদর্শকে অন্যায়ভাবে স্তব্ধ করেছে এবং মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে।  

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আইনি দল প্রথমে এক্সের সঙ্গে মামলা নিষ্ক্রিয় করে দেওয়ার কথা বিবেচনা করেছিল। কারণ ট্রাম্প ও মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।  

মাস্ক নাকি ট্রাম্পের নির্বাচনি প্রচারে ২৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তারা মামলার সমঝোতা করার সিদ্ধান্ত নেয়।  

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের আইনজীবীরা এখন গুগলের সঙ্গেও আইনি সমঝোতার আলোচনা করছেন। গুগলের মালিকানাধীন ইউটিউব ২০২১ সালের ক্যাপিটল হামলার পর ট্রাম্পের চ্যানেল নিষিদ্ধ করেছিল।  

মামলার বিষয়ে এক্সের সাবেক সিইও জ্যাক ডরসি, অ্যালফাবেট (গুগল) বা হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।  

ইলন মাস্ক বর্তমানে টেসলার প্রধান নির্বাহী এবং ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ নামক হোয়াইট হাউসের নতুন সংস্থার প্রধান। এই সংস্থার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে ছোট করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম