Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ শুরু হলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি হুথিদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

গাজায় যুদ্ধ শুরু হলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি হুথিদের

ইসরাইল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে, তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি দেন হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি।  

তিনি বলেন, আমাদের হাত অস্ত্রের ট্রিগারে রয়েছে, এবং গাজায় ইসরাইলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত। 

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালীন, হুথিরা ইসরাইলি ও অন্যান্য জাহাজের ওপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে।  

এদিকে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।  

ইরান-সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুথিরা এর আগেও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যদিও ইয়েমেন থেকে ইসরাইলের দূরত্ব কয়েকশ কিলোমিটার।  

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম