Logo
Logo
×

আন্তর্জাতিক

ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম

ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা এবং যাদেরকে পুরোপুরি বাতিল করা যাবে, তাদেরকে শনাক্ত করতে আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাম্প এ বিষয়ে ওয়াশিংটনের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করেন। খবর রয়টার্সের। 

ওয়াশিংটনের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাস্ক এই পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং জানান, তিনি ট্রাম্পের নির্দেশে সরকারের অপচয় কমানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন।

মাস্ক বলেন, ‘ফেডারেল আমলাতন্ত্র স্বতন্ত্র থাকতে পারে না, এটি জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে।’ তিনি একে ‘অবৈধ’ বলেও মন্তব্য করেন, যা অনেক ক্ষেত্রেই নির্বাচিত প্রতিনিধির থেকেও বেশি ক্ষমতা প্রয়োগ করে।

ইলন মাস্কের নেতৃত্বে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিএজিই) সরকারের কার্যক্রমে অস্বচ্ছতা থাকার অভিযোগে কিছু সমালোচনা থাকলেও, তিনি তার উদ্যোগে স্বচ্ছতা বজায় রাখার দাবি করেছেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, মাস্কের সঙ্গে কাজ করতে বিভিন্ন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বৃহৎ আকারে কর্মী কমানোর পরিকল্পনা করে এবং কোনো এক কর্মীকে ছাঁটাইয়ের পর প্রতি চার কর্মীর জন্য একটি নতুন নিয়োগ করতে না পারে। 

তবে জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা, আইন প্রয়োগ এবং অভিবাসন আইন প্রয়োগকারী কর্মীরা এই ছাঁটাইয়ের আওতার বাইরে থাকবে।

বিভিন্ন সংস্থা এবং আদালত এই পদক্ষেপগুলোর জন্য মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম