Logo
Logo
×

আন্তর্জাতিক

গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

‘শারারা শারারা’ গানের তালে মঞ্চে নাচছিলেন ২৩ বছরের তরুণী পরিণীতা। হঠাৎ ঢলে পড়েন মাটিতে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এ ঘটনা। চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে মনের আনন্দে নাচছিলেন তিনি। সামনে উপস্থিত ছিলেন দুই শতাধিক মানুষ। 

টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড নাচার পর হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন পরিণীতা। আশপাশের সবাই ছুটে আসেন তার কাছে। তবে হুঁশ ফেরে না পরিণীতার।

ঘটনার পরপরই তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে দৌড়ে যান তার অভিভাবক। ততক্ষণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে তার। চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন চিকিৎসক। একপর্যায়ে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল ছিল মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্ট। মৃত ওই তরুণীর পুরো নাম পরিনিতা জৈন। এমবিএ শেষ করে মা-বাবার সঙ্গে ইন্দোরে থাকতেন তিনি। চাচাতো বোনের বিয়ে উপলক্ষ্যে বিদিশায় যান দাওয়াতে। 

জানা গেছে, তার ছোট ভাই ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মারা গেছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম