Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল

গাজা যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নিতে কাতারে পৌঁছেছে ইসরাইলের একটি প্রতিনিধি দল। রোববার তারা কাতারে পৌঁছায় বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন। 

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পর এই সপ্তাহে ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। 

তবে নেতানিয়াহুর দফতরের একটি সূত্র জানিয়েছে, এই পর্যায়ে ইসরাইলি প্রতিনিধিরা কেবল কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বড় ধরনের ইস্যুগুলো যেমন যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা এখনও শুরু হবে না।

এদিকে, হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট থেকে ইসরাইলি সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে।  

গত সপ্তাহে, ট্রাম্প গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার ধারণা উত্থাপন করেন এবং ফিলিস্তিনিদের অন্যত্র—বিশেষ করে মিশর ও জর্ডানে—পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন।  

এই মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বরং দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছে, যেখানে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের পাশে সহাবস্থান করবে।

নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবসহ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবে বলে তার দফতরের সূত্র জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম