Logo
Logo
×

আন্তর্জাতিক

মুক্ত ইসরাইলি জিম্মিদের অবস্থা ভয়াবহ: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ এএম

মুক্ত ইসরাইলি জিম্মিদের অবস্থা ভয়াবহ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় মুক্ত ইসরাইলি জিম্মিদের (শারীরিক) অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ন্যাশনাল ফুটবল লীগ সুপার বোল চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নিউ অরলিন্স শহরে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  খবর আলজাজিরার। 

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ১১টার পর তাদের মুক্তি দেওয়া হয়। 

শনিবার মুক্তি পাওয়া জিম্মিরা হলেন হলেন- এলি শারাবি (৫২), ওহাদ বেন আমি (৫৬), এবং ওর লেভি (৩৪)। তারা সবাই বেসামরিক ব্যক্তি। 

গাজায় মুক্তি পাওয়া এসব জিম্মিদের দেখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি জিম্মিদের ফিরে আসতে দেখেছি।  তাদেরকে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের মতো দেখাচ্ছিল। তাদের অবস্থা ভয়াবহ। তারা ক্ষীণকায় ছিল।  তাদেরকে দেখে অনেক বছর আগে হলোকাস্টে বেঁচে যাওয়া ব্যক্তিদের মতো মনে হচ্ছিল।  আমি জানি না আর কত সময় আমরা বিষয়টি নিতে পারব। ’

ট্রাম্প বলেন, ‘আমি জানি আমাদের একটি চুক্তি হয়েছিল আর সেখানে ধীরে ধীরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সত্যিই তারা (মুক্তিপ্রাপ্ত জিম্মি) খারাপ অবস্থায় আছে। এক পর্যায়ে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলব। ’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার সন্দেহ রয়েছে। 

এর আগে ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করে বলেন, ‘শনিবার ভোরে মুক্তি দেওয়া তিন জিম্মিকে ক্ষীণকায় দেখাচ্ছিল এবং তাদের মঞ্চে বক্তৃতা দিতে বাধ্য করা হয়েছিল। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম