Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিশর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিশর

ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এটি নিশ্চিত করে জানিয়েছে।  

এই জরুরি আরব সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে চাঞ্চল্যকর পরিকল্পনা সামনে এনেছে। যেখানে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে, পাশাপাশি উপকূলীয় এই অঞ্চলটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।  

রোববারের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনে সর্বোচ্চ পর্যায়ে মিশর আরব দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা করেছে, যার অংশ হিসেবে ফিলিস্তিনও সম্মেলনের অনুরোধ জানায়, যাতে ফিলিস্তিনি সংকটের সর্বশেষ গুরুতর পরিস্থিতি মোকাবিলা করা যায়

বিবৃতিতে আরও বলা হয়, মিশর এই বিষয়ে বাহরাইনের সঙ্গেও সমন্বয় করেছে, যেটি বর্তমানে আরব লীগের সভাপতির দায়িত্ব পালন করছে।  

শুক্রবার, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি আঞ্চলিক অংশীদারদের মধ্যে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন, যাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়।  

গত সপ্তাহে, ট্রাম্প গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার ধারণা উত্থাপন করেন এবং ফিলিস্তিনিদের অন্যত্র—বিশেষ করে মিশর ও জর্ডানে—পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন।  

এই মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বরং দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছে, যেখানে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের পাশে সহাবস্থান করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম