Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম

লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরাইল। খবর লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

এদিকে ইসরাইল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুজন নিহত হয়েছিল।

হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি সেইসময় বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন। এছাড়া লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সূত্র: আলজাজিরা

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম