
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ এএম
জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

আরও পড়ুন
ইসরাইলি জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আজ শনিবার আরও তিন ইসরাইলিকে মুক্তি দেবে গোষ্ঠীটি। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ছাড়া পাবে ১৮৩ ফিলিস্তিনি।
আজ মুক্তি পাবে এই তিন ইসরাইলি হলেন, ওহাদ বেন আমি (৫৬), ইলি শরাবি (৫২) এবং ওর লেভি (৩৪)।
ইসরাইলি জিম্মিদের গ্রহণ করতে এরইমধ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একটি গাড়িবহর গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে বন্দি বিনিময়ের নির্ধারিত স্থানে পৌঁছেছে।
ওই জায়গায় বহু ভারী অস্ত্রসজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং নিয়ন্ত্রিত সংখ্যক বেসামরিক দর্শনার্থীও উপস্থিত রয়েছে। এছাড়া গত চারবারের মতো এবারও মঞ্চ প্রস্তুত করেছে হামাস।
মঞ্চে একটি মুষ্টিবদ্ধ হাতের চিহ্ন রয়েছে, যেখানে ফিলিস্তিনি পতাকা আঁকা এবং নীচে হিব্রু ভাষায় লেখা রয়েছে—‘সম্পূর্ণ বিজয়’। এই লেখাটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবির ওপর রয়েছে। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইসরাইল সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না।
#صورة | آليات لكتائب القسـ.ـام تنتشر في موقع تسليم الأسرى الإسرائيليين في دير البلح pic.twitter.com/OCYlNPWeQ8
— المركز الفلسطيني للإعلام (@PalinfoAr) February 8, 2025
মঞ্চের পাশে সাদা পিকআপ ট্রাক রয়েছে, যার পেছনে মেশিনগান বসানো, এবং মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা সাইটটি ঘিরে রেখেছে। হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের উপস্থিতি ছাড়া ফিলিস্তিনি দর্শনার্থীদের ভিড় রয়েছে সেখানে।
ইসরাইল ও মধ্যস্থতাকারীরা এর আগে হামাসকে সতর্ক করেছিল, যেন ১০ দিন আগে আর্বেল ইয়েহুদ ও গাদি মোজেসের মুক্তির সময় দেখা বিশৃঙ্খল দৃশ্যের পুনরাবৃত্তি না ঘটে।
আইডিএফ জানিয়েছে, গাজার ভেতর হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেতে চলা তিন ইসরাইলি বন্দির জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।