বায়ু দূষণ মোকাবিলায় ভারতের সঙ্গে আলোচনা করবে পাকিস্তান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
![বায়ু দূষণ মোকাবিলায় ভারতের সঙ্গে আলোচনা করবে পাকিস্তান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/08/ezgif-82f01e00efad2a-67a70695e0896.jpg)
পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বায়ুদূষণের মারাত্মক সমস্যার মুখোমুখি। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় লাহোর প্রায়ই শীর্ষস্থান দখল করে আছে। বায়ু দুষণ মোকাবিলায় এবার ভারতের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে মরিয়ম নওয়াজ নেতৃত্বাধীন পাঞ্জাব প্রাদেশিক সরকার।
লাহোরে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এসময় মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের পরিবেশ পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্বের প্রতি সক্রিয় মনোভাবের কথা উল্লেখ করেন তিনি।
আওরঙ্গজেব জোর দিয়ে বলেন, পাঞ্জাব বায়ু দূষণ, জল সঙ্কট এবং পরিবেশগত অবনতি মোকাবিলায় ঐতিহাসিক প্রচেষ্টা চালাচ্ছে।
মরিয়ম আওরঙ্গজেব মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের প্রশংসা করে বলেন, তিনি (মরিয়ম) পরিবেশের উন্নতির জন্য একটি আঞ্চলিক নেতা হিসেবে উদ্ভূত হয়েছেন।
তিনি বলেন, মূখ্যমন্ত্রী সঙ্গে বায়ু দূষণ মোকাবিলায় খোলা হৃদয়ে আলোচনা শুরু করছেন, যা উভয় দেশকেই প্রভাবিত করে।
পাঞ্জাব সরকার পরিবেশ সংরক্ষণে বড় প্রতিশ্রুতি হিসেবে ১০০০ কোটি রুপি জলবায়ু সহিষ্ণু প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং ১০০ কোটি রুপি দূষণ মোকাবিলায় বরাদ্দ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে ৩০টি নতুন একিউআই মনিটর ইনস্টল করা হয়েছে, যা স্যাটেলাইট-লিঙ্কড বায়ু গুণমান ডেটা প্রদান করবে। এছাড়া মার্চ মাসের মধ্যে আরও ৬০টি মনিটর স্থাপন করা হবে, যাতে মোট ১০০ টি মনিটর পাঞ্জাব জুড়ে থাকবে।
পাঞ্জাব প্রাদেশিক সরকার ইটভাটাগুলোকে জিগজ্যাগ প্রযুক্তিতে রূপান্তরের উদ্যােগ নিয়েছে, যাতে দূষণের নিয়ন্ত্রণ করা যায়। শিল্প প্রতিষ্ঠানের ম্যাপিং এবং পরিবেশ নিয়ন্ত্রণ সিস্টেমের ইনস্টলেশন নিশ্চিতের কাজ চলছে। ফসল পোড়ানো প্রতিরোধে কৃষকদের জন্য ৬০% ভর্তুকিতে ক্রপ স্প্রেডার সরবরাহ এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া লাহোরে ই-ম্যাস ট্রানজিট প্রোগ্রামের অধীনে ২৭টি বৈদ্যুতিক বাস চালু করা হয়েছে। দুই ও তিন চাকার যানবাহনগুলোকে রেট্রোফিট করার কাজ চলছে, যাতে নিঃসরণ কমানো যায়।