Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না: মার্কিন দূত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না: মার্কিন দূত

মার্কিন উপ-মধ্যপ্রাচ্য বিশেষ দূত মরগান ওর্তাগাস শুক্রবার বলেছেন, লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি লাল রেখা। তিনি দাবি করেছেন, লেবাননের আগামী সরকারে হিজবুল্লাহ প্রতিনিধিত্ব করতে পারবে না।

বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাতের পর ওর্তাগাস বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি , হিজবুল্লাহ লেবাননের জনগণকে সন্ত্রাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এর মধ্যে সরকারে তাদের অংশগ্রহণও অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, ইসরাইল হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং আমাদের মিত্র ইসরাইলের প্রতি আমরা কৃতজ্ঞ।

ওর্তাগাস উল্লেখ করেন, দীর্ঘ এক বছরের সংঘাতের পর ইসরাইলের সঙ্গে দুই মাসের সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে।  

ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া ওর্তাগাসের এটি প্রথম সরকারি বিদেশ সফর।  

লেবাননে নতুন সরকার গঠনের প্রচেষ্টা থমকে আছে। জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মনোনীত হলেও এখনো সরকার গঠন সম্ভব হয়নি।  

সরকারে হিজবুল্লাহর অন্তর্ভুক্তির সম্ভাবনা সম্পর্কে মার্কিন অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওর্তাগাস বলেন, আমি অবশ্যই হিজবুল্লাহকে ভয় পাই না।  আমি তাদের ভয় পাই না কারণ তারা সামরিকভাবে পরাজিত হয়েছে।  আমরা আমেরিকায় স্পষ্ট লাল রেখা নির্ধারণ করেছি, এবং তারা লেবাননের জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত করতে সক্ষম হবে না, এবং এর মধ্যে সরকারে অন্তর্ভুক্তি আসছে। লেবানন ও বিশ্বজুড়ে হিজবুল্লাহর সন্ত্রাসের শাসনের সমাপ্তি শুরু হয়েছে, এবং এটি শেষ হয়ে গেছে।

তিনি আরও যোগ করেন, এই সরকারের সৎ ও যোগ্য ব্যক্তিরা দুর্নীতির অবসান, হিজবুল্লাহর প্রভাব কমানো এবং দেশকে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পথ তৈরি করবেন।  

হিজবুল্লাহর সমর্থকদের প্রতিক্রিয়া  

লেবাননের প্রেসিডেন্ট আউনের মিডিয়া অফিস জানিয়েছে, ওর্তাগাসের সঙ্গে বৈঠকে তিনি নতুন সরকার গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "সরকার গঠনের জন্য আলোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে, যার লক্ষ্য একটি কার্যকর ও সমন্বিত সরকার গঠন করা, যা লেবাননের জনগণের প্রত্যাশা পূরণ করবে।"  

ওর্তাগাসের বক্তব্যের পর হিজবুল্লাহর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে। তারা বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিক্ষোভ সমাবেশ করে তার মন্তব্যের প্রতিবাদ জানান।  

হিজবুল্লাহর বেশ কয়েকজন কর্মী ওর্তাগাসের হাতে থাকা একটি আংটি নিয়েও সমালোচনা করেন, যেখানে ডেভিডের তারা চিহ্ন দেখা গেছে। প্রেসিডেন্ট আউনের সঙ্গে করমর্দনের সময় সেটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।  

দক্ষিণ লেবাননে মার্কিন দূতের পরিদর্শন 

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলসহ ওর্তাগাস দক্ষিণ লেবানন পরিদর্শনে যান। সেখানে লেবাননের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মিলে নতুন করে মোতায়েনকৃত সেনাদের এলাকা পরিদর্শন করেন।  

এই সফরের দিনই ইসরাইল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে, বেকা উপত্যকা ও সিরিয়ার সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়।  লিটানি নদীর উত্তরের বায়সারিয়েহ এলাকায় একটি অভিযান পরিচালনা করে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম