Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।  

হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবো, কিম জং উনের সঙ্গে আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখি, তিনিও আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এটি খারাপ কিছু নয়, বরং সবার জন্যই ভালো।  

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  

তিনি বলেন, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।  

জাপানের নাগরিক অপহরণের বিষয়েও আলোচনা  

সংবাদ সম্মেলনে ইশিবা আরও বলেন, উত্তর কোরিয়ার দ্বারা অপহৃত জাপানি নাগরিকদের ইস্যুতে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের শক্তিশালী সমর্থন পেয়েছেন।  

উল্লেখ্য, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জাপানি নাগরিকদের অপহরণের জন্য টোকিও দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে।  

উত্তর কোরিয়া ও ট্রাম্পের অতীত সম্পর্ক  

২০১৯ সালে ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখেন। তখন পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে তিনি কিম জং উনের সঙ্গে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে সাক্ষাৎ করেন।  

তবে এরপর উত্তর কোরিয়া একাধিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ২০২৩ সালে তারা দাবি করে, একটি কঠিন-জ্বালানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।  

যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক ও শুল্কনীতি  

এদিকে, ট্রাম্প জানিয়েছেন যে তিনি শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর নিশ্চিত হয়েছেন, যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক আরও গভীর হবে।  

তিনি বলেন, আজকের বৈঠকের পর আমি নিশ্চিত যে, আমাদের দুই দেশের মূল্যবান সম্পর্ক ভবিষ্যতেও আরও বিকশিত হবে।  

ট্রাম্প আরও ঘোষণা করেন যে তিনি আগামী সপ্তাহে বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।  

জাপানের ওপরও শুল্ক আরোপ করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা শুল্ক আরোপ করবো, মূলত পারস্পরিক শুল্ক... এবং এটি নিয়ে আমি সোমবার বৈঠক করবো। এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত উপায়।  

এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, জাপান যুক্তরাষ্ট্রে অভূতপূর্ব পরিমাণ বিনিয়োগ করেছে, যা অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে তিনি বলেন, আমি একটি তাত্ত্বিক প্রশ্নের উত্তর দিতে পারবো না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম