নেতানিয়াহু দিলেন সোনালি পেজার, ট্রাম্প কী দিলেন?
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
![নেতানিয়াহু দিলেন সোনালি পেজার, ট্রাম্প কী দিলেন?](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/pager-trump-netaniyahu-67a5eac7be351.jpg)
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালি পেজার (যোগাযোগযন্ত্র) উপহার দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকালে ওয়াশিংটনে গিয়ে পৌঁছান নেতানিয়াহু। দুদিন পর মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এই বৈঠকেই ট্রাম্পকে একটি সোনালি পেজার উপহার দেন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দেওয়া ওই উপহারে লেখা রয়েছে, ‘আমাদের শ্রেষ্ঠ বন্ধু ও শ্রেষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে।’
এই উপহার প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সোনালি পেজারটি যুদ্ধের একটি বাঁকবদলের ঘটনার প্রতিনিধিত্ব করে।
২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রাণঘাতী অভিযান পরিচালনা করে ইসরাইল। সেই অভিযানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজারো পেজারে বিস্ফোরণ ঘটায় তারা। পরের দিন হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে থাকা ওয়াকিটকিতেও বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হন।
সেই অভিযানের স্মারক হিসেবেই পরম মিত্র ডোনাল্ড ট্রাম্পকে সোনালি পেজার উপহার দেন নেতানিয়াহু। জবাবে তাকেও একটি উপহার দিয়েছেন ট্রাম্প। তার ও নেতানিয়াহুর একটি যুগলবন্দি ছবিই নেতানিয়াহুকে উপহার দিয়েছেন ট্রাম্প।
যে ছবিতে রয়েছে ট্রাম্পের একটি অটোগ্রাফও। অটোগ্রাফের ওপরে ট্রাম্প লিখেছেন, ‘মহান নেতা বিবিকে (নেতানিয়াহু)।’ আর সেই ছবিটি নেতানিয়াহুর ছেলে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
এদিকে গত ৪ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেই সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার বিষয়ে তার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন।
ট্রাম্পের এই ঘোষণায় অবশ্য তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফিলিস্তিনসহ আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন হবে জাতিগত নির্মূলের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সূত্র: বিবিসি ও সিএনএন