ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে: হামাস
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম
![ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে: হামাস](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/hamas-67a592b364193.jpg)
হামাসের মুখপাত্র ওসামা হামদান। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ‘ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না।'
তিনি বলেন, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয়, তবে ভালো। যদি না হয়, তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না। এই জাতি ৭৫ বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে। আমরা হাল ছাড়ব না।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখেরও বেশি।
আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গত ১৯ জানুয়ারি থেকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছে।