সাবেক প্রেসিডেন্ট-কন্যা দুদুজিলের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
![সাবেক প্রেসিডেন্ট-কন্যা দুদুজিলের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Daughter-Of-Jacob-Zuma-67a4cef33eb9d.jpg)
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কন্যা দুদুজিলে জুমা-সামবুদলাকে সম্প্রতি দেশটির আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ২০২১ সালে সংঘটিত দাঙ্গায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ অভিযোগ আনা হয়েছে। ওই দাঙ্গায় ৩ শতধিক মানুষ নিহত হয়।
দুদুজিলের আইনজীবী জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট-কন্যা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
কী ঘটেছিল সেদিন?
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ২০২১ সালের জুলাই মাসে আদালতের আদেশ অমান্য করে দুর্নীতির তদন্তে সাক্ষ্য না দেওয়ার কারণে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুদুজিলে তাদের সমর্থকদের সহিংসতা চালানোর জন্য উসকে দিয়েছিলেন।
প্রাথমিকভাবে জুমার গ্রেফতারের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে গণরোষে রূপ নেয়। হাজার হাজার দোকান-পাট লুট করা হয়, সরকারি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয় এবং প্রায় ৩৫০ মানুষ প্রাণ হারায়।
ওই দাঙ্গার ফলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে প্রায় ৫০ বিলিয়ন র্যান্ড (প্রায় ২.৭০ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছিল।
পরে ২০২২ সালে আদালত অবমাননার সাজা শেষ হওয়ার পর জ্যাকব জুমা uMkhonto we Sizwe (MK) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটি গত জাতীয় নির্বাচনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে এবং সংসদে ৫৮টি আসন লাভ করে।
এর ফলে জুমার সাবেক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) ব্যাপকভাবে জনসমর্থন হারায় এবং কয়েকটি ছোট দলের সঙ্গে জোট সরকার গঠন করতে বাধ্য হয়।
বর্তমান পরিস্থিতি
এদিকে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে দুদুজিলে জুমা-সামবুদলাকে আদালত সতর্কবার্তা দিয়ে পরবর্তী শুনানির জন্য মার্চ পর্যন্ত জামিন দিয়েছে।
উল্লেখ্য, দুদুজিলে জুমা-সামবুদলা বর্তমানে দেশটির সংসদের নিম্নকক্ষে এমকে পার্টির একজন সংসদ সদস্য। সূত্র: এনডিটিভি