Logo
Logo
×

আন্তর্জাতিক

কুয়েতে পার্ক করা গাড়িতে শিশুকে একা রাখলেই কারাদণ্ড-জরিমানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

কুয়েতে পার্ক করা গাড়িতে শিশুকে একা রাখলেই কারাদণ্ড-জরিমানা

ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষা নিশ্চিতে নতুন আইন করতে যাচ্ছে কুয়েত। প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে, ১০ বছরের কম বয়সি কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সেই শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ দিনার জরিমানা গুণতে হবে। 

কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গালফ ট্রাফিক উইক ২০২৫ কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন। খবর গালফ নিউজের। 

মোহাম্মদ আল সুবহান বলেন, এখন থেকে পার্ক করা গাড়িতে ১০ বছরের কম বয়সি শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন  হিসেবে গণ্য করা হবে। আর এ জন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নতুন এ আইনের প্রয়োগের ব্যাপারটি দেখভাল করবেন কুয়েতের ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবেন।

এছাড়া এই আইনটি প্রয়োগের জন্য সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েত সরকার। এ অ্যাপটির মাধ্যমে আইনলঙ্ঘণকারীদেরকে অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম